ফ্রিল্যান্সিং প্রােফাইল প্রদর্শন কৌশলঃ কোথাও চাকরির আবেদন করতে হলে যেমন প্রতিষ্ঠানের নিকট আপনার বায়ােডাটা জমা দিতে হয় ঠক তেমনি ফিশিং করতে হলেও একটি “ভার্চুয়াল” বায়ােডাটার প্রয়ােজন হয়। এখানে সুবিধা হচ্ছে আপনাকে বার বার বায়ােডাটা জমা দিতে হবে না। শুধু নির্ধারিত মার্কেটপ্লেসে একটি প্রােফাইল তৈরি করতে হবে। ক্লায়েন্ট/বায়ার নিজ উদ্যোগে আপনার প্রােফাইল দেখে নিবে। বলে রাখা ভালাে যে, ফ্রিল্যান্সিং কখনােই কোনাে চাকরি নয় বরং তার চাইতেও ভালাে কিছু। তবে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রমাণ করার পূর্বশর্ত হচ্ছে মার্কেটপ্লেসে একটি সাজানাে-গােছানাে প্রােফাইল প্রস্তুত করা। অগােছালাে বা অপূর্ণ প্রােফাইল দিয়ে হয়ত টুকটাক কিছু কাজ পাওয়া যাবে কিন্তু চূড়ান্ত সফলতা পাওয়া সম্ভব নয়। কীভাবে একটি সুন্দর প্রােফাইল তৈরি করা যায় সে সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলাে :প্রােফাইল পিকচার বা ছবি ও আপনার ফ্রিল্যান্সার প্রােফাইলে ঢুকেই সর্বপ্রথম যা চোখে পড়ে তা হচ্ছে আপনার ছবি। প্রােফাইল পিকচার হিসাবে কোনাে ছবি বাছাই করার ক্ষেত্রে সতর্ক হােন। মনগড়াভাবে যেনতেন ছবি ব্যবহার থেকে বিরত ...