বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রয়ােগ : আমরা দৈনন্দিন জীবনে Decimal সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এই পদ্ধতিতে ০ থেকে সংখ্যাকে প্রকাশ করা যায়। এই দশমিক সংখ্যা পদ্ধতি বেশ ভালই এবং ব্যবহার করাও সহজ, তবে অনুপযুক্ত। এর কারণ হল Digital circuit মাত্র দুই ধরনের ভৌত অবস্থার মধ্যে থাকে (1) ON এবং (0) OFF অথবা High এবং Low অর্থাৎ Logic সুতরাং Digital circuit-গুলাে এই দুই অবস্থায় অর্থাৎ বাইনারি পদ্ধতিতে কাজ করে। আবার বাইনারিতে প্রকাশিত সংখ্যাকে সংক্ষিপ্তরূপে ডিজিটাল কম্পিউটারের ব্যবহারােপযােগী করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যার মতাে অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা ডিজিটাল পদ্ধতিতে ব্যবহৃত হয়। কারণ অক্টাল ও হেক্সাডেসিমেল পদ্ধতিতে বড় আকৃতির বাইনারি সংখ্যাকে প্রকাশ করতে সুবিধাজনক এবং পরস্পর রূপান্তরও সহজতর । ডিজিটাল পদ্ধতিতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল পদ্ধতি একই সময়ে একত্রে ব্যবহার করা যায়। কম্পিউটার, ক্যালকুলেটর ও অন্যান্য ডিজিটাল সার্কিটসমূহে ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যার প্রয়ােগ : অত্যধিক হওয়ায় টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এবং প্রােগ্রামার...