Skip to main content

Posts

Showing posts with the label Ms word

মাইক্রোসফট ওয়ার্ড প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা ও ব্যবহারের সুবিধা ও অসুবিধা ।

মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অন্যতম জনপ্রিয় প্রােগ্রাম। এর মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয়। অর্থাৎ যে প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা হয়, তা হলাে মাইক্রোসফট ওয়ার্র প্রসেসর ব্যবহারের সুবিধা ও অসুবিধা সুবিধা :  (i) ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা যায়। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে বিভিন্ন ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। (iii) ডকুমেন্ট সেভ করে রাখা যায়। প্রয়ােজন অনুযায়ী যে-কোনাে সময় তা ব্যবহার করা যায় । (iv) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে হাতে লিখে ডকুমেন্ট তৈরির প্রয়ােজন পড়ে না। অসুবিধা :  কোনাে কারণে হার্ডডিস্ক ক্র্যাশ করলে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে মানুষের হাতে লেখার প্রবণতা কমে এসেছে। (iii) প্রযুক্তির ব্যবহার সঠিক জানা না থাকলে বা প্রযুক্তির ত্রুটির কারণে যে-কোনাে সময় সমস্যা দেখা দিতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যারগুলাের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অ...

মাইক্রোসফট ওয়ার্ড প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা ও ব্যবহারের সুবিধা ও অসুবিধা ।

মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অন্যতম জনপ্রিয় প্রােগ্রাম। এর মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয়। অর্থাৎ যে প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা হয়, তা হলাে মাইক্রোসফট ওয়ার্র প্রসেসর ব্যবহারের সুবিধা ও অসুবিধা  সুবিধা :  (i) ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা যায়। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে বিভিন্ন ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। (iii) ডকুমেন্ট সেভ করে রাখা যায়। প্রয়ােজন অনুযায়ী যে-কোনাে সময় তা ব্যবহার করা যায় । (iv) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে হাতে লিখে ডকুমেন্ট তৈরির প্রয়ােজন পড়ে না। অসুবিধা :  কোনাে কারণে হার্ডডিস্ক ক্র্যাশ করলে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে মানুষের হাতে লেখার প্রবণতা কমে এসেছে। (iii) প্রযুক্তির ব্যবহার সঠিক জানা না থাকলে বা প্রযুক্তির ত্রুটির কারণে যে-কোনাে সময় সমস্যা দেখা দিতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যারগুলাের মধ্যে মাইক...

কম্পিউটার কি? এর কম্পিউটার এর ব্যাবহার ও পরিচিত ও বিশ্লেষণ করো

এ্যাবাকাস থেকে মাইক্রোকম্পিউটারঃ সুপ্রাচীন কাল থেকে মানুষ গণনার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে। এর মধ্যে নুড়ি, ঝিনুক, শস্যের দানা, বাঁশের কাঠি, দড়ির গিট, মাটির দাগ ইত্যাদি উল্লেখযােগ্য। রােমান ভাষায় নুড়িকে বলা হত ক্যালকুলি (Calculi)। ক্যালকুলি শব্দ থেকেই ইংরেজী ক্যালকুলেট (Calculate) শব্দের উৎপত্তি । তবে গণনার জন্য যন্ত্র বা যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের ইতিহাস ধরা হয় এ্যাবাকাস (Abacus) যন্ত্র থেকে। এ্যাবাকাস কখন কোন দেশে প্রথম চালু হয় তা সঠিকভাবে বলা যায় না। তবে এখন থেকে আড়াই হাজার বছর অর্থাৎ খৃষ্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে চীনে/মিশরে গণনার জন্য এক ধরণের যন্ত্র ব্যবহার করা হত। কারাে কারাে মতে প্রথম আবিষ্কৃত গণনাকারী যন্ত্রের নাম ইতিহাস থেকে যতটুকু জানা যায় প্রায় চার হাজার বছর পূর্বে – চীনাদের তৈরী এ্যাবাকাস নামক গণনাকারী যন্ত্রটিই প্রথম গণনা যন্ত্র, যাকে কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয়। প্রাচীন গ্রীসেও এ ধরণের যন্ত্রের ব্যবহার ছিল। এরপর স্কটল্যান্ডের গণিদবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে লগারিদমের সারণী আবিষ্কার ও প্রকাশ করেন। তিনি দাগকাটা ও সংখ্যা ব্যবহার করে ১৬১৭ সালে এক ধরনের গণনায...