Skip to main content

Posts

Showing posts from January, 2022

রেডিও প্যারাবলিক অ্যান্টেনার মাধ্যমে কিভাবে সিগন্যালকে আদান-প্রদান করা হয়? কৌশল বর্ননা করো এবং নির্মাণকৌশল ট্রান্সমিশন ফ্রিকুয়েলি বর্ননা করো

    রেডিও প্যারাবলিক অ্যান্টেনা :  সিস্টেমে ছােট একটি প্যারাবলিক অ্যান্টেনার মাধ্যমে সিগন্যালকে আদান-প্রদান করা গেলেও এটি সামান্য কয়েকজন ব্যক্তিদেরনিকট পৌছায় মাত্র। কিন্তু একটি বৃহৎ জনগােষ্টি বা জাতির কথা বিবেচনা করলে বিস্তৃত এলাকাজুড়ে সিগন্যাল প্রেরণ করতে হয় । আমরা জানি, তরঙ্গদৈর্ঘ্যের সাথে অ্যান্টেনার উচ্চতা ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। আবার, একটি নির্দিষ্ট বিস্তৃত ভৌগােলিক সীমানায় সকল জনগণের জন্য সার্ভিস প্রদান করতে হলে এমন একটি সীমানায় সিগন্যাল প্রেরণ করতে হবে, যাতে ছােট বা সহজে ব্যবহারযােগ্য অ্যান্টেনার মাধ্যমে সিগন্যালকে রিসিভ করা যায়। এক্ষেত্রে ইয়াগি অ্যান্টেনা বহুল প্রচলিত। এখন কথা হলাে এই ইয়াগি অ্যান্টেনায় গ্রহণ উপযােগী সিগন্যাল প্রেরণ করতে হলে ট্রান্সমিটিং অ্যান্টেনার অনেক উচ্চতায় স্থাপন করতে হবে। এতটুকু আলােচনা থেকে অন্তত এটুকু বুঝা যায়, অধিক উচ্চতায় অ্যান্টেনা স্থাপন করলে ট্রান্সমিটকৃত সিগন্যাল বিস্তৃত এলাকাজুড়ে ছড়ানাে সম্ভব। তােমরা নিশ্চই মােবাইল/টেলিফোন কোম্পানি কতৃক স্থাপনকৃত মােবাইল বেস স্টেশন দেখেছ? আমরা এক কথায় এগুলােকে বলে থাকি মােবাই...

টেলিভিশন সম্প্রচার কৌশল বর্ননা করো গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার এবং টেলিভিশন সম্প্রচার কৌশলের বৈশিষ্ট্যসমূহ বর্ননা করো

টেলিভিশন সম্প্রচার কৌশল : সম্প্রচার এমন একটি কৌশল, যার মাধ্যমে কোনাে একটি ইলেকট্রনিক গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার করে বিচ্ছিন্ন দর্শকদের অডিও বা ভিডিও সামগ্রী বিতরণ করা যায়। টেলিভিশনের মূল ধারণা হচ্ছে শব্দ ও ছবিকে বেতার তরঙ্গের মাধ্যমে। ট্রান্সমিট করা। মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট হয় টেলিভিশনের আউটপুট টিভি ক্যামেরা, যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ চৌম্বকীয় (ইলেকট্রোম্যাগনেটিক) সংকেতে রূপান্তর করা। টিভি ট্রান্সমিটার যার কাজ হচ্ছে এই সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা এবং টিভি সেট, যার কাজ হচ্ছে এই সংকেত গ্রহণ করে তাকে আগের ছবি ও শব্দে রূপান্তরিত করা। সাধারণত ক্যামেরা দিয়ে তােলা ছবিকে দুই ভাগে ভাগ করা যায়  যথা- ১। স্থিরচিত্র, ২। চলচিচত্র। স্থিরচিত্রের জন্য সাধারণ ক্যামেরা ও চলচ্চিত্রের জন্য মুভি/ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে অনেকগুলাে স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র । ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলাে স্থিরচিত্র (24 Pic/sec or more) গ্রহণ করে। এই ছবিগুলােকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয় তখন আমাদের চোখে এগুলাে চলচ্চিত্র বলে মন...

টেলিভিশন সম্প্রচার কৌশল বর্ননা করো গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার এবং টেলিভিশন সম্প্রচার কৌশলের বৈশিষ্ট্যসমূহ বর্ননা করো

টেলিভিশন সম্প্রচার কৌশল : সম্প্রচার এমন একটি কৌশল, যার মাধ্যমে কোনাে একটি ইলেকট্রনিক গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার করে বিচ্ছিন্ন দর্শকদের অডিও বা ভিডিও সামগ্রী বিতরণ করা যায়। টেলিভিশনের মূল ধারণা হচ্ছে শব্দ ও ছবিকে বেতার তরঙ্গের মাধ্যমে। ট্রান্সমিট করা। মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট হয় টেলিভিশনের আউটপুট টিভি ক্যামেরা, যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ চৌম্বকীয় (ইলেকট্রোম্যাগনেটিক) সংকেতে রূপান্তর করা। টিভি ট্রান্সমিটার যার কাজ হচ্ছে এই সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা এবং টিভি সেট, যার কাজ হচ্ছে এই সংকেত গ্রহণ করে তাকে আগের ছবি ও শব্দে রূপান্তরিত করা। সাধারণত ক্যামেরা দিয়ে তােলা ছবিকে দুই ভাগে ভাগ করা যায়  যথা- ১। স্থিরচিত্র, ২। চলচিচত্র। স্থিরচিত্রের জন্য সাধারণ ক্যামেরা ও চলচ্চিত্রের জন্য মুভি/ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে অনেকগুলাে স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র । ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলাে স্থিরচিত্র (24 Pic/sec or more) গ্রহণ করে। এই ছবিগুলােকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয় তখন আমাদের চোখে এগুলাে চলচ্চিত্র বলে...

রােধক ট্রানজিস্টর লজিক ও এর ব্যবহার।

      রােধক ট্রানজিস্টর লজিক :  রােধক এবং ট্রানজিস্টর ব্যবহার করে RTL লজিক তৈরি করা হয়। 3.8v এই লজিকের সাপ্লাই ভােল্টেজ। NOR গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহার করা হয়। এই পরিবারের Propagation delay অর্থাৎ ইনপুটে সিগন্যাল প্রয়ােগ করলে আউটপুট পেতে যতটুকু সময় লাগে তা খুবই কম। ডায়ােড ট্রানজিস্টর লজিক :  এ লজিক পরিবারে ডায়ােড এবং ট্রানজিস্টরের সমন্বয়ে লজিক গেইটসমূহ তৈরি করা হয়। লজিক সার্কিট উদ্ভাবনের প্রাথমিক পর্যায়ে এ পরিবারটি বেশ জনপ্রিয় ছিল। এ পরিবারের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল, তারা নয়েজের দ্বারা খুব বেশি আক্রান্ত হয় না। তবে তাদের Propagation delay, RTL এর তুলনায় প্রায় দেড় গুণ। ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক :  এই পরিবারে ট্রানজিস্টর ব্যবহার করে লজিক কাজ সম্পাদন করা হয়। তবে ট্রানজিস্টরের সাথে রােধক, ধারক ইত্যাদিওব্যবহার করতে হয়। বর্তমানে এটি বহুল ব্যবহৃত একটি লজিক পরিবার। এর জন্য NAND গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহারকরা হয়। এই গেইটের Propagation delay এবং আউটপুটে নয়েজের প্রভাব খুবই কম। ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক :  এই লজিকের ফেব্রিকেশন অত্...

রােধক ট্রানজিস্টর লজিক ও এর ব্যবহার।

  রােধক ট্রানজিস্টর লজিক :  রােধক এবং ট্রানজিস্টর ব্যবহার করে RTL লজিক তৈরি করা হয়। 3.8v এই লজিকের সাপ্লাই ভােল্টেজ। NOR গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহার করা হয়। এই পরিবারের Propagation delay অর্থাৎ ইনপুটে সিগন্যাল প্রয়ােগ করলে আউটপুট পেতে যতটুকু সময় লাগে তা খুবই কম। ডায়ােড ট্রানজিস্টর লজিক :  এ লজিক পরিবারে ডায়ােড এবং ট্রানজিস্টরের সমন্বয়ে লজিক গেইটসমূহ তৈরি করা হয়। লজিক সার্কিট উদ্ভাবনের প্রাথমিক পর্যায়ে এ পরিবারটি বেশ জনপ্রিয় ছিল। এ পরিবারের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল, তারা নয়েজের দ্বারা খুব বেশি আক্রান্ত হয় না। তবে তাদের Propagation delay, RTL এর তুলনায় প্রায় দেড় গুণ। ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক :  এই পরিবারে ট্রানজিস্টর ব্যবহার করে লজিক কাজ সম্পাদন করা হয়। তবে ট্রানজিস্টরের সাথে রােধক, ধারক ইত্যাদিওব্যবহার করতে হয়। বর্তমানে এটি বহুল ব্যবহৃত একটি লজিক পরিবার। এর জন্য NAND গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহারকরা হয়। এই গেইটের Propagation delay এবং আউটপুটে নয়েজের প্রভাব খুবই কম। ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক :  এই লজিকের ফেব্রিকেশন অত্যন্ত ...