Skip to main content

Posts

ইলেকট্রোকার্ডিওগ্রাফি-এর ধারণা আলোচনা করো এবং ড্রাইভার অ্যামপ্লিফায়ার, মেমরি সিস্টেম , রেকর্ডার-প্রিন্টার কি ? বর্ননা করো

ইলেকট্রোকার্ডিওগ্রাফি-এর ধারণা ৭। ড্রাইভার অ্যামপ্লিফায়ার (Driver amplifier) ঃ ইলেকট্রোকার্ডিওগ্রাফি-এর ধারণা ড্রাইভার অ্যামপ্লিফায়ার (Driver amplifier) ঃ এ ব্লকের সার্কিটসমূহ ECG কে এমন এক লেভেলে বিবর্ধন করে, যেখানে এটি রেকর্ডারের  উপর সিগন্যালকে যথাযথভাবে রেকর্ড করতে পারে। এর ইনপুট AC-coupled হওয়া উচিত, যাতে প্রি-অ্যামপ্লিফায়ার দ্বারা বিবর্ধিত অফসেট ভোল্টেজসমূহ এটির ইনপুটে দেখা না যায়। এ সকল DC ভোল্টেজগুলো যখন এ স্টেজ দ্বারা বিবর্ধিত হয়, তখন অবশ্যই একে স্যাচুরেট করতে পারে। ফ্রিকুয়েন্সি বৈশিষ্ট্য প্রদানের জন্য এ স্টেজটি আবার ইলেকট্রোকার্ডিওগ্রাফের ব্যান্ডপাস ফিল্টারিংও সম্পাদন করে। প্রায়ই এর আবার একটি জিরো-অফসেট কন্ট্রোল থাকে, যা চার্ট পেপারের উপর সিগন্যালকে পজিশন করার কাজে ব্যবহৃত হয়। এ কন্ট্রোলটি আউটপুট সিগন্যালের DC লেভেলকে কন্ট্রোল করে । মেমরি সিস্টেম : বহু আধুনিক ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রামকে মেমরিতে সংরক্ষণ করে এবং তাদেরকে আবার পেপার চার্টের উপর প্রিন্ট আউটও করে। প্রথমে সিগন্যালকে অ্যানালগ-টু-ডিজিটাল কনভার্টারের (ADC) সাহায্যে ডিজিটাইজ করা হয় এবং তারপর ...

ইলেকট্রোকার্ডিওগ্রাফি-এর ধারণা আলোচনা করো এবং ড্রাইভার অ্যামপ্লিফায়ার, মেমরি সিস্টেম , রেকর্ডার-প্রিন্টার কি ? বর্ননা করো

ইলেকট্রোকার্ডিওগ্রাফি-এর ধারণা ৭। ড্রাইভার অ্যামপ্লিফায়ার (Driver amplifier) ঃ ইলেকট্রোকার্ডিওগ্রাফি-এর ধারণা ড্রাইভার অ্যামপ্লিফায়ার (Driver amplifier) ঃ এ ব্লকের সার্কিটসমূহ ECG কে এমন এক লেভেলে বিবর্ধন করে, যেখানে এটি রেকর্ডারের  উপর সিগন্যালকে যথাযথভাবে রেকর্ড করতে পারে। এর ইনপুট AC-coupled হওয়া উচিত, যাতে প্রি-অ্যামপ্লিফায়ার দ্বারা বিবর্ধিত অফসেট ভোল্টেজসমূহ এটির ইনপুটে দেখা না যায়। এ সকল DC ভোল্টেজগুলো যখন এ স্টেজ দ্বারা বিবর্ধিত হয়, তখন অবশ্যই একে স্যাচুরেট করতে পারে। ফ্রিকুয়েন্সি বৈশিষ্ট্য প্রদানের জন্য এ স্টেজটি আবার ইলেকট্রোকার্ডিওগ্রাফের ব্যান্ডপাস ফিল্টারিংও সম্পাদন করে। প্রায়ই এর আবার একটি জিরো-অফসেট কন্ট্রোল থাকে, যা চার্ট পেপারের উপর সিগন্যালকে পজিশন করার কাজে ব্যবহৃত হয়। এ কন্ট্রোলটি আউটপুট সিগন্যালের DC লেভেলকে কন্ট্রোল করে ।  মেমরি সিস্টেম : বহু আধুনিক ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রামকে মেমরিতে সংরক্ষণ করে এবং তাদেরকে আবার পেপার চার্টের উপর প্রিন্ট আউটও করে। প্রথমে সিগন্যালকে অ্যানালগ-টু-ডিজিটাল কনভার্টারের (ADC) সাহায্যে ডিজিটাইজ...

মাইক্রোসফট ওয়ার্ড প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা ও ব্যবহারের সুবিধা ও অসুবিধা ।

মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অন্যতম জনপ্রিয় প্রােগ্রাম। এর মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয়। অর্থাৎ যে প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা হয়, তা হলাে মাইক্রোসফট ওয়ার্র প্রসেসর ব্যবহারের সুবিধা ও অসুবিধা সুবিধা :  (i) ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা যায়। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে বিভিন্ন ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। (iii) ডকুমেন্ট সেভ করে রাখা যায়। প্রয়ােজন অনুযায়ী যে-কোনাে সময় তা ব্যবহার করা যায় । (iv) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে হাতে লিখে ডকুমেন্ট তৈরির প্রয়ােজন পড়ে না। অসুবিধা :  কোনাে কারণে হার্ডডিস্ক ক্র্যাশ করলে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে মানুষের হাতে লেখার প্রবণতা কমে এসেছে। (iii) প্রযুক্তির ব্যবহার সঠিক জানা না থাকলে বা প্রযুক্তির ত্রুটির কারণে যে-কোনাে সময় সমস্যা দেখা দিতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যারগুলাের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অ...

মাইক্রোসফট ওয়ার্ড প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা ও ব্যবহারের সুবিধা ও অসুবিধা ।

মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অন্যতম জনপ্রিয় প্রােগ্রাম। এর মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয়। অর্থাৎ যে প্রােগ্রামের মাধ্যমে সুন্দর উপস্থাপনায় ওয়ার্ড এর কাজ করা হয়, তা হলাে মাইক্রোসফট ওয়ার্র প্রসেসর ব্যবহারের সুবিধা ও অসুবিধা  সুবিধা :  (i) ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা যায়। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে বিভিন্ন ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। (iii) ডকুমেন্ট সেভ করে রাখা যায়। প্রয়ােজন অনুযায়ী যে-কোনাে সময় তা ব্যবহার করা যায় । (iv) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে হাতে লিখে ডকুমেন্ট তৈরির প্রয়ােজন পড়ে না। অসুবিধা :  কোনাে কারণে হার্ডডিস্ক ক্র্যাশ করলে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (ii) ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে মানুষের হাতে লেখার প্রবণতা কমে এসেছে। (iii) প্রযুক্তির ব্যবহার সঠিক জানা না থাকলে বা প্রযুক্তির ত্রুটির কারণে যে-কোনাে সময় সমস্যা দেখা দিতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড : বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যারগুলাের মধ্যে মাইক...

রেডিও প্যারাবলিক অ্যান্টেনার মাধ্যমে কিভাবে সিগন্যালকে আদান-প্রদান করা হয়? কৌশল বর্ননা করো এবং নির্মাণকৌশল ট্রান্সমিশন ফ্রিকুয়েলি বর্ননা করো

    রেডিও প্যারাবলিক অ্যান্টেনা :  সিস্টেমে ছােট একটি প্যারাবলিক অ্যান্টেনার মাধ্যমে সিগন্যালকে আদান-প্রদান করা গেলেও এটি সামান্য কয়েকজন ব্যক্তিদেরনিকট পৌছায় মাত্র। কিন্তু একটি বৃহৎ জনগােষ্টি বা জাতির কথা বিবেচনা করলে বিস্তৃত এলাকাজুড়ে সিগন্যাল প্রেরণ করতে হয় । আমরা জানি, তরঙ্গদৈর্ঘ্যের সাথে অ্যান্টেনার উচ্চতা ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। আবার, একটি নির্দিষ্ট বিস্তৃত ভৌগােলিক সীমানায় সকল জনগণের জন্য সার্ভিস প্রদান করতে হলে এমন একটি সীমানায় সিগন্যাল প্রেরণ করতে হবে, যাতে ছােট বা সহজে ব্যবহারযােগ্য অ্যান্টেনার মাধ্যমে সিগন্যালকে রিসিভ করা যায়। এক্ষেত্রে ইয়াগি অ্যান্টেনা বহুল প্রচলিত। এখন কথা হলাে এই ইয়াগি অ্যান্টেনায় গ্রহণ উপযােগী সিগন্যাল প্রেরণ করতে হলে ট্রান্সমিটিং অ্যান্টেনার অনেক উচ্চতায় স্থাপন করতে হবে। এতটুকু আলােচনা থেকে অন্তত এটুকু বুঝা যায়, অধিক উচ্চতায় অ্যান্টেনা স্থাপন করলে ট্রান্সমিটকৃত সিগন্যাল বিস্তৃত এলাকাজুড়ে ছড়ানাে সম্ভব। তােমরা নিশ্চই মােবাইল/টেলিফোন কোম্পানি কতৃক স্থাপনকৃত মােবাইল বেস স্টেশন দেখেছ? আমরা এক কথায় এগুলােকে বলে থাকি মােবাই...

টেলিভিশন সম্প্রচার কৌশল বর্ননা করো গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার এবং টেলিভিশন সম্প্রচার কৌশলের বৈশিষ্ট্যসমূহ বর্ননা করো

টেলিভিশন সম্প্রচার কৌশল : সম্প্রচার এমন একটি কৌশল, যার মাধ্যমে কোনাে একটি ইলেকট্রনিক গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার করে বিচ্ছিন্ন দর্শকদের অডিও বা ভিডিও সামগ্রী বিতরণ করা যায়। টেলিভিশনের মূল ধারণা হচ্ছে শব্দ ও ছবিকে বেতার তরঙ্গের মাধ্যমে। ট্রান্সমিট করা। মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট হয় টেলিভিশনের আউটপুট টিভি ক্যামেরা, যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ চৌম্বকীয় (ইলেকট্রোম্যাগনেটিক) সংকেতে রূপান্তর করা। টিভি ট্রান্সমিটার যার কাজ হচ্ছে এই সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা এবং টিভি সেট, যার কাজ হচ্ছে এই সংকেত গ্রহণ করে তাকে আগের ছবি ও শব্দে রূপান্তরিত করা। সাধারণত ক্যামেরা দিয়ে তােলা ছবিকে দুই ভাগে ভাগ করা যায়  যথা- ১। স্থিরচিত্র, ২। চলচিচত্র। স্থিরচিত্রের জন্য সাধারণ ক্যামেরা ও চলচ্চিত্রের জন্য মুভি/ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে অনেকগুলাে স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র । ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলাে স্থিরচিত্র (24 Pic/sec or more) গ্রহণ করে। এই ছবিগুলােকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয় তখন আমাদের চোখে এগুলাে চলচ্চিত্র বলে মন...

টেলিভিশন সম্প্রচার কৌশল বর্ননা করো গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার এবং টেলিভিশন সম্প্রচার কৌশলের বৈশিষ্ট্যসমূহ বর্ননা করো

টেলিভিশন সম্প্রচার কৌশল : সম্প্রচার এমন একটি কৌশল, যার মাধ্যমে কোনাে একটি ইলেকট্রনিক গণযােগাযােগ মাধ্যমে ব্যবহার করে বিচ্ছিন্ন দর্শকদের অডিও বা ভিডিও সামগ্রী বিতরণ করা যায়। টেলিভিশনের মূল ধারণা হচ্ছে শব্দ ও ছবিকে বেতার তরঙ্গের মাধ্যমে। ট্রান্সমিট করা। মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট হয় টেলিভিশনের আউটপুট টিভি ক্যামেরা, যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ চৌম্বকীয় (ইলেকট্রোম্যাগনেটিক) সংকেতে রূপান্তর করা। টিভি ট্রান্সমিটার যার কাজ হচ্ছে এই সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা এবং টিভি সেট, যার কাজ হচ্ছে এই সংকেত গ্রহণ করে তাকে আগের ছবি ও শব্দে রূপান্তরিত করা। সাধারণত ক্যামেরা দিয়ে তােলা ছবিকে দুই ভাগে ভাগ করা যায়  যথা- ১। স্থিরচিত্র, ২। চলচিচত্র। স্থিরচিত্রের জন্য সাধারণ ক্যামেরা ও চলচ্চিত্রের জন্য মুভি/ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে অনেকগুলাে স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র । ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলাে স্থিরচিত্র (24 Pic/sec or more) গ্রহণ করে। এই ছবিগুলােকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয় তখন আমাদের চোখে এগুলাে চলচ্চিত্র বলে...

রােধক ট্রানজিস্টর লজিক ও এর ব্যবহার।

      রােধক ট্রানজিস্টর লজিক :  রােধক এবং ট্রানজিস্টর ব্যবহার করে RTL লজিক তৈরি করা হয়। 3.8v এই লজিকের সাপ্লাই ভােল্টেজ। NOR গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহার করা হয়। এই পরিবারের Propagation delay অর্থাৎ ইনপুটে সিগন্যাল প্রয়ােগ করলে আউটপুট পেতে যতটুকু সময় লাগে তা খুবই কম। ডায়ােড ট্রানজিস্টর লজিক :  এ লজিক পরিবারে ডায়ােড এবং ট্রানজিস্টরের সমন্বয়ে লজিক গেইটসমূহ তৈরি করা হয়। লজিক সার্কিট উদ্ভাবনের প্রাথমিক পর্যায়ে এ পরিবারটি বেশ জনপ্রিয় ছিল। এ পরিবারের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল, তারা নয়েজের দ্বারা খুব বেশি আক্রান্ত হয় না। তবে তাদের Propagation delay, RTL এর তুলনায় প্রায় দেড় গুণ। ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক :  এই পরিবারে ট্রানজিস্টর ব্যবহার করে লজিক কাজ সম্পাদন করা হয়। তবে ট্রানজিস্টরের সাথে রােধক, ধারক ইত্যাদিওব্যবহার করতে হয়। বর্তমানে এটি বহুল ব্যবহৃত একটি লজিক পরিবার। এর জন্য NAND গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহারকরা হয়। এই গেইটের Propagation delay এবং আউটপুটে নয়েজের প্রভাব খুবই কম। ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক :  এই লজিকের ফেব্রিকেশন অত্...

রােধক ট্রানজিস্টর লজিক ও এর ব্যবহার।

  রােধক ট্রানজিস্টর লজিক :  রােধক এবং ট্রানজিস্টর ব্যবহার করে RTL লজিক তৈরি করা হয়। 3.8v এই লজিকের সাপ্লাই ভােল্টেজ। NOR গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহার করা হয়। এই পরিবারের Propagation delay অর্থাৎ ইনপুটে সিগন্যাল প্রয়ােগ করলে আউটপুট পেতে যতটুকু সময় লাগে তা খুবই কম। ডায়ােড ট্রানজিস্টর লজিক :  এ লজিক পরিবারে ডায়ােড এবং ট্রানজিস্টরের সমন্বয়ে লজিক গেইটসমূহ তৈরি করা হয়। লজিক সার্কিট উদ্ভাবনের প্রাথমিক পর্যায়ে এ পরিবারটি বেশ জনপ্রিয় ছিল। এ পরিবারের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল, তারা নয়েজের দ্বারা খুব বেশি আক্রান্ত হয় না। তবে তাদের Propagation delay, RTL এর তুলনায় প্রায় দেড় গুণ। ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক :  এই পরিবারে ট্রানজিস্টর ব্যবহার করে লজিক কাজ সম্পাদন করা হয়। তবে ট্রানজিস্টরের সাথে রােধক, ধারক ইত্যাদিওব্যবহার করতে হয়। বর্তমানে এটি বহুল ব্যবহৃত একটি লজিক পরিবার। এর জন্য NAND গেইটকে বেসিক গেইট হিসাবে ব্যবহারকরা হয়। এই গেইটের Propagation delay এবং আউটপুটে নয়েজের প্রভাব খুবই কম। ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক :  এই লজিকের ফেব্রিকেশন অত্যন্ত ...

ফ্রিল্যানসিং এর ধারণা ও প্রােফাইল তৈরি করা।

      ফ্রিল্যান্সিং প্রােফাইল প্রদর্শন কৌশলঃ কোথাও চাকরির আবেদন করতে হলে যেমন প্রতিষ্ঠানের নিকট আপনার বায়ােডাটা জমা দিতে হয় ঠক তেমনি ফিশিং করতে হলেও একটি “ভার্চুয়াল” বায়ােডাটার প্রয়ােজন হয়। এখানে সুবিধা হচ্ছে আপনাকে বার বার বায়ােডাটা জমা দিতে হবে না। শুধু নির্ধারিত মার্কেটপ্লেসে একটি প্রােফাইল তৈরি করতে হবে। ক্লায়েন্ট/বায়ার নিজ উদ্যোগে আপনার প্রােফাইল দেখে নিবে। বলে রাখা ভালাে যে, ফ্রিল্যান্সিং কখনােই কোনাে চাকরি নয় বরং তার চাইতেও ভালাে কিছু। তবে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রমাণ করার পূর্বশর্ত হচ্ছে মার্কেটপ্লেসে একটি সাজানাে-গােছানাে প্রােফাইল প্রস্তুত করা। অগােছালাে বা অপূর্ণ প্রােফাইল দিয়ে হয়ত টুকটাক কিছু কাজ পাওয়া যাবে কিন্তু চূড়ান্ত সফলতা পাওয়া সম্ভব নয়। কীভাবে একটি সুন্দর প্রােফাইল তৈরি করা যায় সে সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলাে :প্রােফাইল পিকচার বা ছবি ও আপনার ফ্রিল্যান্সার প্রােফাইলে ঢুকেই সর্বপ্রথম যা চোখে পড়ে তা হচ্ছে আপনার ছবি। প্রােফাইল পিকচার হিসাবে কোনাে ছবি বাছাই করার ক্ষেত্রে সতর্ক হােন। মনগড়াভাবে যেনতেন ছবি ব্যবহার থেকে বিরত ...

ফ্রিল্যানসিং এর ধারণা ও প্রােফাইল তৈরি করা।

  ফ্রিল্যান্সিং প্রােফাইল প্রদর্শন কৌশলঃ কোথাও চাকরির আবেদন করতে হলে যেমন প্রতিষ্ঠানের নিকট আপনার বায়ােডাটা জমা দিতে হয় ঠক তেমনি ফিশিং করতে হলেও একটি “ভার্চুয়াল” বায়ােডাটার প্রয়ােজন হয়। এখানে সুবিধা হচ্ছে আপনাকে বার বার বায়ােডাটা জমা দিতে হবে না। শুধু নির্ধারিত মার্কেটপ্লেসে একটি প্রােফাইল তৈরি করতে হবে। ক্লায়েন্ট/বায়ার নিজ উদ্যোগে আপনার প্রােফাইল দেখে নিবে। বলে রাখা ভালাে যে, ফ্রিল্যান্সিং কখনােই কোনাে চাকরি নয় বরং তার চাইতেও ভালাে কিছু। তবে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রমাণ করার পূর্বশর্ত হচ্ছে মার্কেটপ্লেসে একটি সাজানাে-গােছানাে প্রােফাইল প্রস্তুত করা। অগােছালাে বা অপূর্ণ প্রােফাইল দিয়ে হয়ত টুকটাক কিছু কাজ পাওয়া যাবে কিন্তু চূড়ান্ত সফলতা পাওয়া সম্ভব নয়।   কীভাবে একটি সুন্দর প্রােফাইল তৈরি করা যায় সে সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলাে :প্রােফাইল পিকচার বা ছবি ও আপনার ফ্রিল্যান্সার প্রােফাইলে ঢুকেই সর্বপ্রথম যা চোখে পড়ে তা হচ্ছে আপনার ছবি। প্রােফাইল পিকচার হিসাবে কোনাে ছবি বাছাই করার ক্ষেত্রে সতর্ক হােন। মনগড়াভাবে যেনতেন ছবি ব্যবহার থেকে বিরত ...